রবিবার ২৪ নভেম্বর ২০২৪
সম্পূর্ণ খবর
Sumit | ০৫ এপ্রিল ২০২৪ ১৭ : ০১Sumit Chakraborty
কৌশিক রায়, জলপাইগুড়ি: ঘড়ির কাঁটায় তখন দুপুর ২.১০। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হেলিকপ্টার নামল জলপাইগুড়ির এবিপিসি গ্রাউন্ডে। হেলিপ্যাড থেকে হেঁটে মুখ্যমন্ত্রী যখন বক্তৃতা শুরু করলেন তখন বাজে ২.১৭। মাইক হাতে নিয়েই ফের চেনা মেজাজে দেখা দিলেন তৃণমূল সুপ্রিমো। ঝড় বিধ্বস্ত জলপাইগুড়ির প্রসঙ্গ তুলে মুখ্যমন্ত্রী বলেন, "খবর পেয়েই গৌতম দেবকে বলেছিলাম ঘটনাস্থলে চলে যেতে। প্রধানমন্ত্রী শুধু পার্টি থেকে খবর পেয়ে পোস্ট করেন। আমি নিজে ঘটনাস্থলে যাই। এখন কোথায় মোদির গ্যারান্টি?" ঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন, "আদর্শ আচরণবিধি চলছে, তাই নির্বাচন কমিশনের অনুমতি নিতে হচ্ছে। নাহলে এক সেকেন্ডে বাড়ি করে দিতাম। আমার টাকা পুরো রেডি আছে। কমিশনকে বলছি, বিজেপির কথা শুনে দেরি করবেন না। সব আমরাই করি, ওদের কাজ শুধু ভোটের সময় এসে ভাষণ দেওয়া।" নাম না করে এদিন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও আক্রমণ করেন মমতা। বলেন, "আবার দুর্নীতি নিয়ে কথা বলে। আগে নিজের ঘরটা দেখুন। ডাকাতির কেস, মার্ডার কেস সব খুঁজে পাওয়া যাবে। সন্দেশখালিতে যাঁদের জমি নেওয়া হয়েছিল, সবাই ফেরত পেয়ে গেছেন। অভিযুক্তকে গ্রেপ্তার করতে আমরা একবারও ভাবিনি। আর ওদিকে বিজেপি নেতা মহিলা কুস্তিগীরদের ওপর অত্যাচার করল। তাকে গ্রেপ্তার না করে পদ দেওয়া হল।" শুধু বিজেপি নয়, এদিন মুখ্যমন্ত্রী সুর চড়ালেন সিপিএম, কংগ্রেস এমনকি আইএসএফের বিরুদ্ধেও। তাঁর স্পষ্ট বার্তা, রাজ্যে তৃণমূল বিরোধী প্রত্যেকটি দলই বিজেপির সঙ্গে। তিনি বলেন, "দিল্লিতে আমাদের দল ইন্ডিয়া জোটের সঙ্গে আছে। কিন্তু বাংলায় একটা ভোটও তৃণমূলকে ছাড়া অন্য কাউকে দেবেন না। অন্য কোনও দলকে ভোট দেওয়া মানেই বিজেপিকে ভোট দেওয়া।" নিজের দল এবং জাতীয় স্তরে বিজেপি বিরোধী নেতাদের গ্রেপ্তারি নিয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্য, "কেষ্টকে গ্রেপ্তার করে নিল। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জেলে বন্দি। বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি গোপনে এনআইএ-র সঙ্গে মিটিং করছে। এই বিজেপি ইতিহাস বই বদলে দিয়েছে। ক্যা চালু করে দেশের নাগরিকদের বিদেশি করে দিচ্ছে। ডিটেনশন ক্যাম্পে ঢুকিয়ে দিচ্ছে। মোদির গ্যারান্টি সংবিধান ভাঙার গ্যারান্টি। আর মমতার গ্যারান্টি মা মাটি মানুষের গ্যারান্টি।"